১২নং পঞ্চক্রোশী ইউনিয়ন মাতৃত্বকালভাতা কমিটির সভার কর্যবিবরণী
আধিবেশন নং-০১
স্থানঃ ইউ,পি কার্য্যালয় তারিখঃ ১৪/১২/২০১১ইং
সভার উপস্থিত সন্মনিত সদস্যবৃন্দের নাম স্বাক্ষরঃ
১। মোঃ জাহিদুল ইসলাম ( সভাপতি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ )
২। মোছাঃ মনিজা মোমেন ( সদস্য ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য )
৩। মোছাঃ ছাবরিনা খাতুন ( সদস্য ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য )
৪। মোছাঃ লাকী বেগম ( সদস্য ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য )
৫। মোঃ আব্দুস সবুর খান ( সদস্য ইউনিয়ন সমাজ কর্মী )
৬। মোছ^াঃ মিনা বেগম ( সদস্য ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী )
৭। মোঃ বেল্লাল হোসেন ( সদস্য ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা )
৮। মোঃ মোক্তার হোসেন ( সহকারী শিক্ষক দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় )
৯। মোঃ আবু সাইদ ( এনজিও এনডিপি কর্মকর্তা )
১০। মোঃ মহিউদ্দিন ( সদস্য সচিব ইউনিয়ন পরিষদ সচিব )
অদ্য১৪/১২/২০১১ ইং তারিখ সকাল ১০ঘটিকায় ১২নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের দরিদ্র মা,র জন্য মাতৃকাল ভাতা প্রাদান কমিটির নতুন উপকারভোগীর নির্বাচনের এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম চেয়ারম্যান, ১২নং ইউনিয়ন পরিষদ । সভার শুরুতে সভাপতি মহোদয় উপস্থিত সন্মনিত সকল কে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন । সভাপতি মহোদয়ের অনুমোতি ক্রমে সদস্য সচিব জানান যে, জুলাই/১১ইং মাস হত মাতৃত্বকাল ভাতা প্রদানে ২০ জন দরিদ্র মহিলা নির্বাচন করা প্রায়োজন । অত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দুঃস্থ গর্ভপতী ( ১ম,২য়,গর্ভপতী,যাদের মাসিক আয় ১৫০০/-কম ) মহিলাদের নির্বাচন করা প্রায়োজন । সভাপতি মহোদয় দরিদ্র গর্ভবতী মহিলাদের নিকট হতে প্রাপ্ত আবেদন পত্র নিয়ে সভায় বিস্তরিত আলোচনা করেন ।
আলোচনান্তে সভার উপস্তিত সন্মনিত সকল সদস্য একমত হয়ে নিন্ম বর্ণিত নামগুলো নির্বাচন করা হয় ।
নির্বাচিত গর্ভকালীন মহিলাদের নাম ও ঠিকানা ।
ক্রঃ নং | নাম | স্বামীর নাম | গ্রাম | ওয়ার্ড নং | গর্ভকালীন মাস | ১ম/২য় মাস | মাসিক আয় |
১ | মোছাঃ শাহানাজ | মোঃ আওরঙ্গজেব | শাহজাহানপুর | ৮ | ৬মাস | ১ম | ১৫০০/- |
২ | ’’ জিয়াসমিন খাতুন | ’’ সেলিম প্রামানিক | ভদ্রকোল | ৭ | ৬’’ | ২য় | ১৪০০/- |
৩ | ’’ আনোয়ার খাতুন | ’’ মেজবাহার আলী | রাঘববাড়ীয়া | ৬ | ৭’’ | ২য় | ১৫০০/- |
৪ | ’’ সেলিনা খাতুন | ’’ মনিরুজ্জামান | বেতকান্দী | ৪ | ৭’’ | ২য় | ১৫০০/- |
৫ | ’’ মতিফুর বেগম | ’’ শফিকুল ইসলাম | দমদমা | ৫ | ৬’’ | ১ম | ১৫০০/- |
৬ | ’’ লাবনী খাতুন | ’’ মানিক খান | বন্যাকান্দী | ২ | ৮’’ | ২য় | ১৪০০/- |
৭ | ’’ নারগিস খাতুন | ’’ শাহিন রেজা | মাটিকোড়া | ৮ | ৬’’ | ২য় | ১৫০০/- |
৮ | ’’ রুবিয়া খাতুন | ’’ আনোয়ার হোসেন | পুর্বসাতবাড়ীয়া | ২ | ৭’’ | ২য় | ১৫০০/- |
৯ | ’’ মমতা বেগম | ’’ আঃ মালেক | চরপেচরপাড়া | ৩ | ৬’’ | ২য় | ১৪০০/- |
১০ | ’’ শিল্পী খাতুন | ’’ রবি ইসলাম | কালিগঞ্জ | ৩ | ৮’’ | ২য় | ১৪০০/- |
১১ | ’’ রওশনারা খাতুন | ’’ বাবুল হোসেন | ভদ্রকোল | ৭ | ৭’’ | ২য় | ১৫০০/- |
১২ | ’’ হাসি খাতুন | ’’ ভেলু মন্ডল | বেতকান্দী | ৪ | ৭’’ | ১ম | ১৪৫০/- |
১৩ | ’’ উজ্জালী রানী | ’’ বলাইচন্দ্রশীল | বেতকান্দী | ৪ | ৭’’ | ১ম | ১৫০০/- |
১৪ | ’’ সেলিনা খাতুন | ’’ শান্তহার আলী | রামকান্তপুর | ১ | ৪’’ | ২য় | ১৫০০/- |
১৫ | ’’ মরিয়ম খাতুন | ’’ বুদ্দুমন্ডল | রামকান্তপুর | ১ | ৪’’ | ২য় | ১৫০০/- |
১৬ | ’’ আলো খাতুন | ’’ শামসুল হোসেন | মাটিকোড়া | ৮ | ৬’’ | ২য় | ১৪০০/- |
১৭ | ’’ জীবন তারা | ’’ আশরাফুল | শাহিকোলা | ৭ | ৭’’ | ২য় | ১৫০০/- |
১৮ | ’’ মোমেনা খাতুন | ’’ আনসার আলী | মাটিকোড়া | ৮ | ৭’’ | ২য় | ১৪০০/- |
১৯ | ’’ হাফিজা খাতুন | ’’ শহিদুল ইসলাল | কাজিপাড়া | ৯ | ৮’’ | ২য় | ১৫০০/- |
২০ | ’’ মসলিমা খাতুন | ’’ সালাম সরকার | পঞ্চক্রোশী | ৯ | ৭’’ | ২য় | ১৪০০/- |
নির্বাচিত নামগুলোর চড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে জমা প্রদানের সিন্ধান্ত গ্রহন করা হয় । অদ্যকার আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সন্মনিত সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন ।
স্বাক্ষর
সভাপতি (চেয়ারম্যান )
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস