Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভার্ক পঞ্চক্রোশী

সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২ (SHWAFOL) প্রকল্প পরিচিতি

প্রকল্পের নাম ঃ সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট -২

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা  ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)  এর পরিচিতি

 ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ১৯৭৭ গঠিত হয়। সংক্ষেপে এর পরিচয় ভার্ক বা ভি ই আর সি, এ নামের অর্থ দাঁড়ায়  পল্লী সম্পদ ব্যবহার শিক্ষা কেন্দ্র। গঠনকালে ভার্ক ইউনিসেফের আর্থিক সহায়তায় সেভ দ্যা চিল্ড্রেন (ইউএসএ) এর একটি প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করে। শুরুতে প্রকল্পটির উদ্দেশ্য ছিল বিভিন্ন শিক্ষা উপকরণ তৈরি, সংগ্রহ এবং তার উন্নয়ন। এসব উপকরণ সমূহ যাচাই ও গ্রহণযোগ্যতা পরীক্ষার পর তা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে ছড়িয়ে দেয়া। ভার্ককে ১৯৮১ সালে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠনে রূপ দেয়া হয়। ভার্ক হয়ে ওঠে এ দেশীয় সংগঠন।

 

কারিগরী সহায়তা ঃ ওয়াটারএইড বাংলাদেশ

অর্থায়নে ঃ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট এর অর্থায়ন ও সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে পরিকল্পিত।

প্রকল্পের মেয়াদকাল ঃ এপ্রিল ২০১৭ ইং হতে মার্চ ২০২১ ইং। প্রকল্পটি দুটি ফেইজে বাস্তবায়িত হবে। প্রকল্পের আউটপুট ফেইজ জুন ২০১৭ হতে জুন ২০১৯ পর্যন্ত এবং আউটকাম ফেইজ জুলাই ২০১৯ হতে মার্চ ২০২১ পর্যন্ত।

প্রকল্প কর্ম এলাকা ঃ উল্লাপাড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন। যথা-দূর্গানগর, সলপ, পঞ্চক্রোশী, পূর্ণিমাগাঁতী, কয়ড়া, উল্লাপাড়া সদর ইউপি, বড়হর, হাটিকুমরুল, সলঙ্গা, রামকৃষ্ণপুর, বাঙ্গালা, বড় পাঙ্গাসী ও মোহনপুর।

প্রকল্পের জনবল ও অফিস ঃ প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে অফিস থাকবে। সেখানে ৩ জন ইউনিয়ন ফ্যাসিলিটেটর ও ৯ জন কমিউনিটি ভলান্টিয়ার বসবে। প্রকল্পের মোট লোকবল ১৬৪ জন। এর মধ্যে ১১৭ জন কমিউনিটি ভলান্টিয়ার।

প্রকল্প বাস্তবায়নের পর্যায় ঃ প্রকল্পের কার্যক্রম কমিউনিটি, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা এই চারটি পর্যায়ে বাস্তবায়িত হবে।

প্রকল্পের লক্ষ্য ঃ স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে “নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা এবং স্বাস্থ্যাভ্যাস চর্চার সুযোগ সৃষ্টির মাধ্যমে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর  জীবনমান উন্নয়নে অংশীদার হওয়া”।

প্রকল্পের উদ্দেশ্য ঃ উপজেলার দরিদ্র এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির প্রাপ্যতা বাড়ানো, উন্নত স্যানিটেশন ব্যবস্থার সুযোগ সৃষ্টি, উন্নত স্বাস্থ্যাভ্যাস চর্চা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নীতি নির্ধারক, স্থানীয় সরকার এবং অন্যান্য সমমনা সংস্থার সাথে পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করা।

 

প্রকল্পের বাস্তবায়নের পর্যায় ঃ প্রকল্পের কার্যক্রম কমিউনিটি, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা এই চারটি পর্যায়ে বাস্তবায়িত হবে।

 

প্রকল্পের কার্যক্রম-নিরাপদ পানি

কাজ সমুহ-

          এলাকা উপযোগী টিউবওয়েল স্থাপন

          টিউবওয়েলের গোড়া পাকা ও সংস্কার

          পানির গুনগত মান পরীক্ষা

          নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক সেশন

          বিশ্ব পানি দিবস উদযাপন

          টিউবওয়েল কেয়ারটেকার ও কমিউনিটি মেকানিকদের প্রশিক্ষণ

 

স্যানিটেশন

কাজ সমুহঃ

          গনজাগরনের মাধ্যমে খানা পর্যায়ে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং অস্বাস্থ্যকর ল্যাট্রিন স্বাস্থ্যসম্মতকরণ।

          অতি দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের প্রকল্প থেকে সহযোগিতার মাধ্যমে ল্যাট্রিন স্থাপন

          নিরাপদ মল ব্যবস্থাপনার জন্য স্যানিটেশন কর্মী তৈরি।

          স্যানিটেশন মার্কেটিং এর জন্য স্থানীয় উদ্যোক্তা তৈরি

          ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্যানিটেশন মাস উদযাপন

          ইউনিয়ন ওয়াশ স্ট্যান্ডিং কমিটির সক্ষমতার উন্নয়ন

 

স্বাস্থ্যবিধি-হাত ধোয়ার অভ্যাস

কাজ সমুহ:

          হাত ধোয়ার অভ্যাস চর্চা  বিষয়ে ক্যাম্পেন

          হাইজিন বিষয়ে মহিলা ও কিশোরী দলে উঠান বৈঠক

          বিলবোর্ড, পপুলার থিয়েটার/ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ওয়াশ বিষয়ে তথ্য প্রচার বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন

 

প্রকল্প থেকে প্রাপ্ত সহযোগিতা

ক্স          অগভীর নলকূপ স্থাপন- ৫৩ টি

ক্স          সেমি ডিপ টিউবওয়েল নলকূপ স্থাপন - ৩২ টি

ক্স          টিউবওয়েল মেরামত ও গোড়াপাকা - ১৩৪০ টি

ক্স          টিউবওয়েলের পানি পরীক্ষা (আর্সেনিকও ব্যাক্টলজিক্যাল) - ২০২০ টি

ক্স          টিউবওয়েল স্কিল মেকানিক্স তৈরী ও টিউবওয়েল কেয়ারটেকার প্রশিক্ষণ -  ১৫ ব্যাচ

ক্স          অতি দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে ল্যাট্রিন সেট বিতরণ- ৫৫০০ টি

ক্স          বিল বোর্ড স্থাপন- ১৪ টি

ক্স         নিরাপদ মল ব্যবস্থাপনার জন্য স্যানিটেশন কর্মী তৈরি ও সহায়তা- ১ ব্যাচ

ক্স          স্যানিটেশন মার্কেটিং এর জন্য স্থানীয় উদ্যোক্তা তৈরী ও সহায়তা - ০২ জন

ক্স          পাড়া, ওয়ার্ড, ইউনিয়নও উপজেলা পর্যায়ে ওয়াশ বিষয়ক মিটিং- ৫৫৮০ টি

ক্স          বিভিন্ন  ধরণের ওরিয়েন্টেশন ও  ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং - ৬৬ ব্যাচ

ক্স          উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক দিবস উদযাপন - ২৬ টি

ক্স          মোবাইল ইউনিটের মাধ্যমে হাইজিন শো, ক্যাম্পেইন ও পপুলার থিয়েটার প্রদর্শন- ৬০১ টি

 

১২ নংপঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ

উল্লাপাড়া, সিরাজগঞ্জ

এক নজরে WaSH তথ্যাবলী

সাধারণ তথ্যাবলীঃ

মোট গ্রাম   ঃ     ২৭ টি                      

মোট জনসংখ্যা      ঃ ৪৭৪১৩ জন

নারী                    ঃ ২২৯৯৫ জন

পুরুষ                    ঃ ২৪৪৩৮ জন ]

প্রতবিন্ধী    ঃ ২৩০    জন 

মোট গ্রাম   ঃ     ২৭ টি                      

মোট জনসংখ্যা      ঃ ৪৭৪১৩ জন

নারী                    ঃ ২২৯৯৫ জন

পুরুষ                    ঃ ২৪৪৩৮ জন ]

প্রতবিন্ধী    ঃ ২৩০    জন