ঢাক থেকে বাস যোগে ১২নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদে আসতে হলে সিরাজগঞ্জ যমুনা সেতা পাড় হয়ে, সিরাজগঞ্জ রোড হইয়ে উল্লাপাড়া শ্যামলি পাড়া নামতে হবে ,তার পরে তেতুতালা আসতে পাচ টাকা লাগবে। এর পর সিএনজি তে ১৫টাকা দিয়ে ঘাটিনার ব্রীজের উপর দিয়ে সলপ রেলষ্টেশন বাজার হইয়া বেতকান্দী হাটখোলা, এখানে ইউনিয়ন পরিষদ। আবার ঢাকা কমলাপুর রেলষ্টেশন থেকে আন্তনগর ট্রেনে চড়ে উল্লাপাড়া রেলষ্টেশন নামতে হবে। এরপর রেলগেটে এসে সিএনজি চড়ে ১৫টাকা ভাড়া দিয়ে ঘাটিনা ব্রিজের উপর দিয়ে সলপ রেলষ্টেশন বাজার হইয়া বেতকান্দী হাটখোলা আসতে হবে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS