Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পঞ্চক্রোশী ইউনিয়নে শাহজাহানপুর গ্রামে দর্শনীয় স্থান,উল্লাপাড়া কেন্দ্রীয় স্মৃতসৌধ।
Location
পঞ্চক্রোশী ইউনিয়নে শাহজাহানপুর-ঘাটিনা ব্রীজ সংলগ্ন।
Transportation
সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলা হইতে ৩(তিন) কিলোমিটার পূর্ব দিকে পঞ্চক্রোশী ইউনিয়নে শাহজাহানপুর গ্রামে উল্লাপাড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ অবস্থিত।
Details

১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলায়  উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে শাহজাহানপুর-ঘাটিনা ব্রীজ সংলগ্ন এলাকায় প্রথম পাকিস্থানি হানাদার বাহিনী আক্রমন করে। ব্রীজের পশ্চিম দিকে পাকিস্থানি হানাদার বাহিনী এবং ব্রীজের পূর্ব দিকে বাঙ্গালী মুক্তিযোদ্ধারা আক্রমন করে। বাঙ্গালী মুক্তিযোদ্ধারা বিশেষ সূত্রে জানতে পারে যে পাকিস্থানিরা ঘাটিনা ব্রীজে বাঙ্গালীদের উপর আক্রমন করবে। তখন বাঙ্গালীরা ঘাটিনা রেল ব্রীজ বিচ্ছিন্ন করে। তারপর পাকিস্থানি বাহিনীরা এসে ব্রীজ বিচ্ছিন্ন দেখার পর পশ্চিম দিক থেকেই আক্রমন করে, এদিকে ব্রীজের পূর্ব দিক থেকে বাঙালী মুক্তিবাহিনীরা পাল্টা আক্রমন করে। দু বাহিনীর আক্রমনে কিছু বাঙ্গালী সৈনিক মারা যায়। সেই স্মৃতি ধরে রাখার জন্য নির্মাণ হচ্ছে শাহজাহানপুর-ঘাটিনা ব্রীজ সংলগ্ন উল্লাপাড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ।